কলকাতা: নিজের দলেরই নেতাকে খুনের চেষ্টার অভিযোগে তাঁর নামে দায়ের হয়েছে মামলা। এই পরিস্থিতিতে আজ সকালে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান আরাবুল ইসলাম। প্রায় কুড়ি মিনিট পরে বেরিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। ২৫ জুলাই ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। এই ঘটনায় তৃণমূলের ভাঙড় ২ নম্বর ব্লকের সভাপতি আরাবুল ইসলাম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। গতকাল ভাঙড় বিধানসভা কেন্দ্রের পোলেরহাটে দলীয় কর্মীদের সভায় আরাবুলের গ্রেফতারের দাবিতে সোচ্চার হন ভাঙড়ের বর্তমান তৃণমূল বিধায়ক রেজ্জাক মোল্লা। সূত্রের খবর, সেই চাপ থেকেই আজ দলনেত্রীর দ্বারস্থ হন আরাবুল ইসলাম।