কলকাতা: বিজেপির লালবাজার অভিযানে, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকেও লাঠিচার্জ করল পুলিশ! দীর্ঘক্ষণ আতঙ্কের প্রহর গুণলেন সাধারণ যাত্রীরা!
বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের গাড়িতে আগুন লাগার পর, গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল। পুলিশের লাঠি থেকে বাঁচতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে চলে এসেছিলেন বিজেপির বহু আন্দোলনকারী। ঢুকে পড়েছিলেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে।
দুপুর ১.৫৫ নাগাদ, মেট্রো স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়েই বিজেপি কর্মীরা পুলিশকে কটূক্তি শুরু করেন। ছোড়া হয় ইট-পাটকেল। পুলিশ আন্দোলনকারীদের বারবার সংযত হতে বলে। কিন্তু তাতেও পিছু হটেননি বিজেপি কর্মীরা। এরপরই এগিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীদের ধাওয়া করে, দুটি গেট দিয়ে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে পড়ে তারা।

লাঠিধারী পুলিশ পৌঁছে যায় স্মার্ট গেটের কাছে! শুরু হয় লাঠিপেটা! পুলিশ লাঠির আঘাত এসে পড়ে কয়েকজন যাত্রীর গায়েও। দুপুর আড়াইটে পর্যন্ত একই রকম পরিস্থিতি ছিল। তারপর একে একে মেট্রো স্টেশনের ভিতর থেকে আন্দোলনকারীদের বাইরে বের করে পুলিশ। মেট্রোর সিঁড়িতে হাত তুলে স্যারেন্ডার করছে যাত্রীরা। তাঁরা বলছেন, আমরা যাত্রী। যাত্রীদের অনেকেই বলছেন, মেট্রো স্টেশনের ভিতরে কেন ঢুকবে পুলিশ? তাঁরা তো কোনও অন্যায় করেননি? একজন মহিলা পুলিশকে বলেন, এটা মেট্রো স্টেশন। এখানে কেন ঢুকেছেন?
এপ্রসঙ্গে কলকাতা মেট্রোর ডিজিএম প্রত্যুষকুমার ঘোষ বলেন, আমাদের ছবি আছে। যাত্রীরা অভিযোগ করেছেন, ঢুকে মেরেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। তবে এখান থেকে বিক্ষোভ দেখাতে পারে না। আকাশ থেকে পাতাল--লালবাজার অভিযানের ছাপ পড়ল সর্বত্র।