কলকাতা:  ভোররাতে কাঁকুড়গাছি রেল ব্রিজের নিচে ট্রাম লাইন থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। পুলিশ জানিয়েছে, দেহের বাঁহাতে আঘাতের চিহ্ন রয়েছে। পকেটে মিলেছে মহম্মদ জুলফিকর আলির নাম লেখা প্রেসক্রিপশনষ।

ট্রাম লাইনের ওপর দেহটি পড়ে থাকায়, ওই রুটে দীর্ঘক্ষণ ট্রাম চলাচল বন্ধ থাকে। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ।