হিন্দোল দে
কলকাতা: দেহ মিলল বেলেঘাটার ‘অপহৃত’ শিশুর। আবাসনেরই সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার। খুন করে ফেলা হয়েছে সেপটিক ট্যাঙ্কে, শিশুটির মা-কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়ে এ কথা জানিয়েছেন শিশুটির মা। জেরায় খুনের কথা স্বীকার করেছেন তিনি। কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ। নিজের দু’মাসের শিশুকন্যাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।
এর আগে দিনের শুরুতে ফ্ল্যাট থেকে দু’মাসের শিশুচুরির অভিযোগ ঘিরে হইচই শুরু হয়েছিল। রবিবার, ছুটির দিন। তায় প্রজাতন্ত্র দিবস। এমন একটা দিনে বেলেঘাটার সিআইটি রোডের মতো ব্যস্ত এলাকায় শিশুচুরির অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। শিশুটির মা অভিযোগ করেন, বেলা সাড়ে বারোটা নাগাদ তাঁদের ফ্ল্যাটে হানা দেয় এক যুবক। তাঁকে মারধর করে অচেতন করে ওই যুবক শিশুটিকে নিয়ে চম্পট দেয়। ফ্ল্যাটে সেই সময় পরিচারিকা ছিলেন না। আবাসনের গেটে কোনও নিরাপত্তারক্ষীও ছিলেন না।
গোটা ঘটনায় রহস্য তৈরি হয়। প্রশ্ন ওঠে, অজ্ঞাতপরিচয় যুবক কী করে জানলেন ওই সময় ফ্ল্যাটে কেউ থাকবেন না? ফ্ল্যাটের পরিচারিকা কেন ঘটনা ঘটার সময় ছাদে গিয়েছিলেন? আবাসনের গেটে ঠিক ওই সময়ই নিরাপত্তারক্ষী ছিলেন না কেন? তদন্ত শুরু করে পুলিশ। দিনের শেষে জানা গেল, দু’মাসের মেয়েকে খুন করে আবাসনের সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন মা নিজেই। হতবাক পরিবারের বাকিরা।
সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল বেলেঘাটার ‘অপহৃত’ শিশুর দেহ, খুনের কথা স্বীকার মায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2020 11:00 PM (IST)
এর আগে দিনের শুরুতে ফ্ল্যাট থেকে দু’মাসের শিশুচুরির অভিযোগ ঘিরে হইচই শুরু হয়েছিল।
ফাইল ছবি
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -