কলকাতা: কাঁকুড়গাছিতে ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল বিধায়ক পরেশ পাল। তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
কাঁকুড়গাছির ব্যসায়ীর মিলনকুমার দে-র দাবি, রবিবার দুপুরে, বাড়ির গেটের সামনে দাঁড়ানো একটি গাড়িকে সরতে বলা নিয়ে অশান্তির সূত্রপাত। গাড়িটি তৃণমূল বিধায়কের জানিয়ে গাড়িতে বসে থাকা যুবকরা বাড়ির দারোয়ানকে মারধর করেন বলে অভিযোগ।
ব্যবসায়ীর দাবি, তৃণমূল বিধায়ক পরেশ পালও ঘটনাস্থলে এসে তাঁকে হুমকি দেন।
ব্যবসায়ীর দাবি, তাঁকে হেনস্থা করা হয় রবিবার দুপুর ৩টে নাগাদ।এরপর সন্ধে ৬টায় তিনি ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন।কিন্তু, ব্যবসায়ীর দাবি সেই অভিযোগ শুধু গ্রহণ করা হয়, কোনও মামলা হয়নি।এমনকি, জেনারেল ডায়েরি হিসেবেও অভিযোগ নথিবদ্ধ করেনি পুলিশ।
ব্যসায়ীর অভিযোগ, রবিবার সন্ধেয় ফুলবাগান থানায় অভিযোগ জানানোর পর কোনও পুলিশ কর্মী ঘটনাস্থলে এসে প্রাথমিক অনুসন্ধানটকুও করেননি।তাঁর এবং আক্রান্ত দারোয়ানের বয়ানটকুও পুলিশ রেকর্ড করেনি বলে অভিযোগ ব্যবসায়ীর।
যদিও, গোটা ঘটনায় মুখে কুলুপ ফুলবাগান থানার।
অভিযোগকারী ব্যবসায়ীর বাড়ির সামনে এই লাইটপোস্টেই লাগানো রয়েছে সিসিটভি ক্যামেরা। আক্রান্ত ব্যসায়ীর প্রশ্ন, তার ফুটেজ কেন খতিয়ে দেখা হচ্ছে না?
এ প্রসঙ্গে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল রবিবারই দাবি করেন,তাঁর সঙ্গে কারও কোনও সমস্যা হয়নি। ঝামেলা হয়েছে তাঁর চালকের সঙ্গে। তাঁকে মারধর করা হয়েছে।এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ফুলবাগান থানায়।
পরেশ পালের বিরুদ্ধে ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2017 04:57 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -