কলকাতা: এই মুহূর্তে কলকাতার টেলিফোন উপদেষ্টা কমিটির মনোনীত সদস্য ও চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারছেন না। জানিয়ে দিলেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ।
কুণালকে কলকাতার টেলিফোন উপদেষ্টা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিতে চেয়ে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। শুক্রবার স্থায়ী জামিন পাওয়ার দিনই সেই চিঠি এসে পৌঁছয় কুণালের বাড়িতে। চিঠির প্রাপ্তি স্বীকারও করেন তিনি।
কিন্তু কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে সেই চিঠি ঘিরে শুরু হয় জল্পনা। এই পরিস্থিতিতে উপদেষ্টা কমিটির চেয়ারম্যানের মনোনীত এই পদ সন্তর্পণে পদ এড়িয়ে গেলেন কুণাল। সোমবার চিঠি দিয়ে মন্ত্রককে সেকথা জানিয়ে দেবেন তিনি।
টেলিফোন উপদেষ্টা কমিটির চেয়ারম্যানের পদ গ্রহণ করছেন না, জানালেন কুণাল ঘোষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2017 09:37 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -