কলকাতা: এবার ডেঙ্গি আক্রান্ত রোগীকে বিড়ালের কামড়! আজ সন্ধেয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই কাণ্ড ঘটেছে। অভিযোগ, বিড়ালে কামড়ানো রোগীর ন্যূনতম চিকিৎসা না করেই, রেফার করে দেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। এমনকি, হাসপাতালে নিযে যেতে কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করে দেওয়া হয়নি বলে অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শরীরে থাবা বসিয়েছে ডেঙ্গি। সেই যন্ত্রণার মধ্যেই বিড়ালের কামড়! এই কাণ্ড খাস কলকাতায়! কলকাতা মেডিক্যাল কলেজে।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন হাওড়ার চ্যাটার্জি হাটের বাসিন্দা মিঠু চৌধুরী। তাঁর দাবি, বেড না থাকায় হাসপাতালের মেডিসিন বিভাগের মেঝেতেই তাঁর চিকিৎসা শুরু হয়।ওয়ার্ডের মধ্যেই বেশ কয়েকটি বিড়ালকে ঘুরে বেড়াতে দেখেন তিনি। মিঠু চৌধুরীর দাবি, বিড়ালগুলি বারবার রোগীদের কাছাকাছি চলে আসছিল। কিন্তু, সেগুলিকে তাড়ানোর কোনও ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করেনি। এদিন সন্ধ্যেয় মিঠু চৌধুরীর থুঁতনিতে কামড়ে দেয় একটি বিড়াল।
রোগিনীর পরিবারের আরও অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর কার্যত দায় এড়িয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিজনদের অভিযোগ, সন্ধ্যায় হাসপাতালের পক্ষ থেকে তাঁদের ফোন করে দ্রুত ওয়ার্ডে আসতে বলা হয়। সেখানে গিয়েই গোটা বিষয়টি তাঁরা জানতে পারেনা। রোগীর পরিবারের আরও অভিযোগ, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তাঁদের জানায়, বিড়ালে কামড়ানো রোগীর জন্য ভ্যাকসিন হাসপাতালে মজুত নেই। রোগিনীকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যেতে হবে। তার জন্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করে দেয়নি বলে অভিযোগ রোগীর পরিজনদের।
ঘটনা জানার পর কলকাতা মেডিক্যাল কলেজের সুপারের সঙ্গে দেখা করতে চান রোগীর পরিজনরা। কিন্তু, সুপারের দেখা মেলেনি বলে অভিযোগ। স্থানীয় পুলিশ ফাঁড়িতে গিয়েও সুরাহা হয়নি বলে দাবি।
সরকারি হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে নানা অভিযোগ সামনে আসে। নতুন নয় কুকুর-বেড়ালের উপদ্রবের ঘটনাও। এবার ডেঙ্গি রোগীকেই বিড়লের কামড়! নেপথ্যে দায় কার? বেরোবে উত্তর?
ডেঙ্গি আক্রান্ত রোগীকে বিড়ালের কামড়! কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2016 06:13 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -