কলকাতা: বিনা চিকিৎ‍সায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে এনআরএস হাসপাতালে ধুন্ধুমার। জরুরি বিভাগের গেট বন্ধ করে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে দুর্ভোগে রোগী ও তাঁদের পরিজনরা।
নাক দিয়ে রক্ত বের হওয়ায় অজয় মল্লিক নামে মল্লিকবাজারের যুবককে সোমবার সকালে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। দুপুরে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, বিনা চিকিৎ‍সায় যুবক মারা গিয়েছেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিজনেররা। অভিযোগ চিকিৎ‍সকদের মারধরও করা হয়। পাল্টা চিকিৎ‍সকদের দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার।
এই চাপানউতোরের মাঝেই এমার্জেন্সি বিভাগের গেট বন্ধ করে, বিক্ষোভ বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। শুরু করে দেন কর্মবিরতি। মৃতের পরিবারের এক সদস্যকে আটক করেছ পুলিশ।
পরে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে যায়।