কলকাতা বিমান বন্দরে মায়ের কোল থেকে ছিটকে এসক্যালেটরে পড়ে মৃত্যু শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Dec 2017 03:18 PM (IST)
কলকাতা: মায়ের কোল থেকে ছিটকে এসক্যালেটরে পড়ে গিয়ে ৬ মাসের শিশুকন্যার মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতা বিমান বন্দরে। বিমান বন্দর সূত্রে খবর, গতকাল সন্তান এবং স্বামীর সঙ্গে রাজস্থান থেকে কলকাতা হয়ে গুয়াহাটি যাচ্ছিলেন সঙ্গীতা সোনি নামে এক গৃহবধূ। বিমান বন্দরে এসক্যালেটর থেকে নামার সময় আচমকাই কোলে থাকা শিশুটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -