কলকাতা: স্টেশন থেকে সিআইডি-র হাতে গ্রেফতার তেল মাফিয়া।   বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ধৃতের ছবি ঘিরে বিতর্ক। অভিযোগ, ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন থেকে নিয়মিত তেল চুরি করত বেহালার বাসিন্দা গণেশ জয়সবাল। এরপর তা বিক্রি করত বিভিন্ন জায়গায়। তদন্তে নেমে বেআইনি কারবারের হদিশ পায় পুলিশ। কাশ্মীর, উত্তরপ্রদেশ ঘুরে গতকাল কলকাতা স্টেশনে নামতেই সিআইডি তাকে গ্রেফতার করে। ধৃতকে সঙ্গে নিয়ে হাওড়ার সাঁকরাইলে অভিযান চালান গোয়েন্দারা। আটক করা হয় তেলভর্তি ট্যাঙ্কার।



নিজেকে বিজেপির বস্তি উন্নয়ন কমিটির সদস্য বলে ফেসবুকে দাবি করে ধৃত তেল মাফিয়া। যদিও, বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, অনেকেই দলে আসছে। কে কী করে জানা সম্ভব নয়। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।