কলকাতা: করোনাকালের নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়ে ঢাকে কাঠি পড়ল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বর্তমান পরিস্থিতির বিচারেই উদ্বোধনের চেনা ছবির বদলে গিয়েছে ভার্চুয়ালে মাধ্যমে। কিন্তু সেই ব্যবধান অবশ্য ব্যাঘাত ঘটাতে পারল না অনুষ্ঠানের আন্তরিকতায়। নবান্নের সভামঞ্চ থেকেই তাই মুম্বইয়ে শুটিংয়ের ফাঁকে যোগ দেওয়া শাহরুখ খানকে রাখি বন্ধনে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। শাহরুখও দিদিকে আস্বস্ত করে বলে রাখলেন শুধু আসবেনই না, সঙ্গে উপহার নিয়ে পা রাখবেন বঙ্গে।


উদ্বোধনের মাঝে বক্তব্য রাখার সময় শাহরুখ বলেন, ‘মনটা খারাপ, বাংলায় যেতে না পারাটা মিস করছি। তবে আমার ভালোবাসা রইল কলকাতা, বাংলার সবার জন্য। আশা রাখি আপনাদের সকলের সঙ্গে দ্রুত দেখা হবে। মাস্কের আবরণ সরিয়ে রেখে আগের মতোই চেনা আড্ডায় মেতে উঠতে পারবো আমরা।‘ যার পরই করোনাকালে তাঁর না আসার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঐক্যমত্যের পৌঁছনোর বিষয়ে বাইয়ের সুরে শাহরুখের সংযোজন, ‘দিদি এই প্রথম আমার কথা শুনেছেন। নাহলে কখনও কথা শোনেন না।'

শাহরুখের যে কথা শুনে একগাল হেসে, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ শাহরুখ। মাই ফেভারিট ব্রাদার। প্রত্যেক বছর তুমি এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে হাজির থাকো। এবছরও তেমন প্রত্যাশাই ছিল। দুর্ভাগ্যবশত তেমনটা হয়নি। তবে শুটিংয়ের জায়গায় বসেও যেভাবে তুমি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলে, তাতে আমরা সকলে খুব খুশি। ভার্চুয়ালিও তুমি যে পারফরম্যান্স দিলে, তাতে আমরা সকলেই মুগ্ধ। তুমি ও তোমার পরিবার ভালো ও সুস্থ থাকুক, এই প্রত্যাশা রাখি। তোমাকে হ্যাপি নিউ ইয়ার। নিজের ও পরিবারের স্বাস্থ্যের খেয়াল রেখো।'

যে কথা শুনে শাহরুখ খানও পাল্টা ধন্যবাদ জ্ঞাপন শুরু করলে ফের তাঁকে থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সুরে আবদার জুড়ে রাখেন, ‘রাখি বন্ধনে তোমাকে আসতে হবে কিন্তু।’ যে আমন্ত্রণে বাধ্য ভাইয়ের মতোই শাহরুখের তৎক্ষণাৎ উত্তর, ‘একদম দিদি। আমি আসছি। একশো শতাংশ আমি আসছি।’ এসআরকে-র আমন্ত্রণ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জোড়েন, ‘ভুললে চলবে না কিন্তু।’

যা শুনে বলিউড বাদশার চেনা মেজাজে দিদিকে অভয়বার্তা, ‘ভোলার কোনও প্রশ্নই নেই। যাব তো নিশ্চয়ই। উপহারও নিয়ে যাব।’