সল্টলেক: টিউশন পড়ে ফেরার সময়, সল্টলেকে চলন্ত অটোতে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অটোচালক। গতকাল রাত ৯টা নাগাদ কাঁকুড়গাছি থেকে করুণাময়ী যাওয়ার জন্য অটোয় উঠে সামনের আসনে বসেন প্রথম বর্ষের ওই ছাত্রী। অভিযোগ, ফাল্গুনী আবাসনের সামনে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে অটোচালক সমর সেন।
ছাত্রী চিত্কার করলে, তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অটোচালক। এরপর বিধাননগর মহিলা থানার হেল্পলাইনে ফোন করে অটোর নম্বর জানিয়ে অভিযোগ জানান ছাত্রী। রাতে মানিকতলা থেকে অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
টিউশন পড়ে ফেরার পথে সল্টলেকে চলন্ত অটোতে কলেজছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2017 08:38 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -