কলকাতা: ঠান্ডায় ঠান্ডায় কাটবে বাগদেবীর আরাধনা। সোমবার সরস্বতী পুজো। ওই দিনও কলকাতা-সহ সারা রাজ্যে অনুভূত হবে শীত। থাকবে কুয়াশার দাপট। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।


বৃহস্পতি ও শুক্রবার এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর শনিবার সামান্য বেড়েছে শহরের তাপমাত্রা। এদিন পারদ নেমেছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার ও শুক্রবার শহরের তাপমাত্রা ছিল ১১. ৭ ডিগ্রি।  বুধবার পারদ নেমেছিল ১২.৫ ডিগ্রিতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া বাধাহীনভাবে রাজ্যের উপর দিয়ে বইছে। ফলে আগামী দুই দিনও কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশেই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা। শৈত্যপ্রবাহের সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদায়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিন কলকাতাতেও হালকা কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার জন্য শীতল দিনের সম্ভাবনা উত্তরবঙ্গে।