কলকাতা: কোভিড আক্রান্তকে জুতোপেটার চেষ্টা! ওই ব্যক্তির অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা মারতে যাওয়ার অভিযোগ। পাটুলি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। পাটুলি থানায় অভিযোগ দায়ের কোভিড আক্রান্তর।
ঘটনাস্থল, পাটুলি থানা এলাকার কেন্দুয়া মেন রোড। এখানে এক সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন আইটি সংস্থার এক আধিকারিক। পরিবার সূত্রে খবর, গত ১৭ জুলাই, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হন পরিচারিকাও! অভিযোগ, এরপর থেকেই পরিবারটিকে হেনস্থা করতে শুরু করেন প্রতিবেশীরা। মঙ্গলবার রাতে যা চরম আকার নেয়।
কোভিড আক্রান্ত ব্যক্তিকে জুতো দিয়ে মারার চেষ্টা হয়। স্বামীকে বাঁচাতে গেলে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধাক্কা মারা হয় বলে অভিযোগ। করোনা আক্রান্তের স্ত্রী বলেছেন, ‘১৭ তারিখ রিপোর্ট পাই। তারপর থেকে সবাই হোম আইসোলেশন ছিলাম। ফ্ল্যাট থেকে বেরোইনি। কিন্তু তা সত্ত্বেও এক প্রতিবেশী খারাপ ব্যবহার করেন। গতকাল স্বামীকে জুতোপেটা করেন। আটকাতে গেলে আমাকেও ধাক্কা মারেন। আমরা করোনা রোগীরা যদি মানুষের কাছ থেকে মানসিক সমর্থন না পাই, কীভাবে বাঁচব!’
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রতিবেশী। তিনি পাল্টা বলেন, ‘কোনও মারধর করা হয়নি। ওঁরা হোম আইসোলেশন মানছিলেন না। এদিক ওদিক বেরিয়ে পরছিলেন। ছাদে চলে যাচ্ছিলেন। তারই প্রতিবাদ করি।’
মঙ্গলবার রাতে পাটুলি থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার আক্রান্তের স্ত্রী থানায় অভিযোগ জানাতে যান। তাঁকে ই-মেলে অভিযোগ জানাতে বলা হয়। প্রতিবেশীও আক্রান্তের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ করেছেন থানায়। কোভিড আক্রান্তের স্ত্রী থানায় পৌঁছে যাওয়ায়, জীবাণুমুক্ত করা হয় পাটুলি থানা।
পাটুলিতে করোনা আক্রান্ত দম্পতিকে হেনস্থার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে, থানায় নালিশ দু’পক্ষেরই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2020 03:55 PM (IST)
বিধি না মেনে ঘর থেকে বেরোচ্ছিল আক্রান্তের পরিবার। বাধা দেওয়াতেই যাবতীয় সমস্যা। পাল্টা অভিযোগ প্রতিবেশীদের।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -