উৎসবের মরসুমে ট্রেনে আরও কড়া স্বাস্থ্য বিধি। করোনা আবহে উৎসবের মরশুমের আগে যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। উপযুক্ত স্বাস্থ্য বিধি মেনে না চললে তা করোনাভাইরাসের প্রসারের ক্ষেত্রে সহায়ক হতে পারে এবং রেল প্রশাসন যাত্রীদের যে স্বাচ্ছন্দ্য প্রদান করে, এ ধরনের বিধি লঙ্ঘনের ঘটনা তা লঙ্ঘনের সামিল। এ জন্যই ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যবিধি এড়িয়ে চলা বা এ বিষয়ে গাফিলতি করলে রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪৫,১৫৩ ও ১৫৪ ধারায় জেল বা জরিমানার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে।
আরপিএফ নির্দেশিকা জারি করে এই কাজগুলি থেকে যাত্রীদের বিরত থাকতে বলেছে-
১. মাস্ক না পরা বা সঠিকভাবে না পরা
২. সামাজিক দূরত্ব বিধি মেনে না চলা
৩. কোভিড পজিটিভ ঘোষিত হওয়ার পর রেলওয়ে এলাকা বা স্টেশনে আসা বা ট্রেনে চড়া
৪. করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর বা ফলাফল জানা যায়নি, এমন অবস্থায় রেলওয়ে এলাকা বা স্টেশনে আসা বা ট্রেনে চড়া
৫.রেল স্টেশনে স্বাস্থ্যপরীক্ষা দলের অনুমতি না পাওয়ার পরও ট্রেনে চড়া
৬. প্রকাশ্য স্থানে থুতু বা শরীরে কোনও বর্জ্য বা তরল ইচ্ছাকৃতভাবে ফেলা
৭. এমন কোনও কার্যকলাপ, যা অপরিচ্ছন্নতা বা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করবে বা সাধারণ স্বাস্থ্য ও রেল স্টেশন ও ট্রেনের নিরাপত্তাকে ক্ষুন্ন করবে
৮. করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রেল প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে না চলা
৯. করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে সহায়ক হয় এমন কোনও কাজ বা গাফিলতি
আরপিএফ জানিয়েছে, উপরিউল্লেখিত কাজগুলি থেকে বিরত থাকতে হবে।
অন্যদিকে, কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার থেকে শেষ মেট্রো ছাড়ার সময় আরও একঘণ্টা বাড়ানো হল। দুই প্রান্তিক স্টেশন থেকেই রাত ৯টায় ছাড়বে শেষ মেট্রো। সোম থেকে শনি সকাল ৮টায় চালু হবে পরিষেবা।
অফিসের ব্যস্ত সময়ে দুটি মেট্রোর ব্যবধান সোমবার থেকে হবে ৮ মিনিট।
তবে রবিবার সকাল ১০টা ১০-এ মেট্রো চালু হবে। সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত চলবে।
এরইমধ্যে মেট্রো রেল জানিয়েছে, এবার থেকে মেট্রোয় উঠতে গেলে প্রবীণ নাগরিকদের আর ই-পাস লাগবে না।