কলকাতা: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই কলকাতার হাসপাতালে তাইল্যান্ডের তরুণীর মৃত্যু।শ্বাসকষ্ট নিয়ে রুবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু। করোনা ভাইরাসে মৃত্যু কিনা, খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।
কলকাতায় বেড়াতে এসে তাইল্যান্ডের ওই তরুণীর মৃত্যু হয়েছে।রুবি হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ‘শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন, রাখা হয়েছিল ভেন্টিলেশনে,স্বাস্থ্য দফতর যা জানতে চাইবে, জানাব।’
যেহেতু নোভেল করোনা ভাইরাসের উপসর্গ ইনফ্লুয়েঞ্জার মতোই, তাই তাইল্যান্ডের তরুণীর মৃত্যুর কারণ এই ভাইরাস কিনা, তা খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।
এর আগে, আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় চিনা তরুণী।
বেলেঘাটা আইডি সূত্রে খবর, ৬ মাস আগে বিদেশভ্রমণে বেরিয়েছিলেন ২৮ বছরের হুয়ামিন। রবিবার তিনি কলকাতায় আসার পথে অসুস্থ বোধ করেন।আচমকা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, মাথা যন্ত্রণা শুরু হয়। প্রথমে চিনা নাগরিক হুয়ামিনকে ইএম বাইপাসের অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁকে নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি-তে।
কারণ, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিত্সা র জন্য এই হাসপাতালেই পরিকাঠামো তৈরি করেছে রাজ্য সরকার। বর্তমানে আইসোলেশনের পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে হুয়ামিনকে।
বেলেঘাটা আইডি হাসপাতাল সুপার জানিয়েছেন, উনি স্থিতিশীল আছেন, তবে যেহেতু চিনা ভাষায় বেশি কথা বলছেন, কষ্ট করে ইংরেজি বলছেন, বুঝতে অসুবিধা হচ্ছে। বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। চিনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই কলকাতার হাসপাতালে তাইল্যান্ডের তরুণীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jan 2020 07:24 PM (IST)
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই কলকাতার হাসপাতালে তাইল্যান্ডের তরুণীর মৃত্যু।শ্বাসকষ্ট নিয়ে রুবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু। করোনা ভাইরাসে মৃত্যু কিনা, খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -