সন্দীপ সরকার, কলকাতা: কোভিশিল্ডের পর কোভ্যাকসিন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারত বায়োটেকের করোনা টিকা বণ্টন শুরু হল আজ, মঙ্গলবার থেকে। আগামিকাল, বুধবার সকালে কলকাতায় পৌঁছবে কোভ্যাকসিনের দ্বিতীয় কনসাইনমেন্ট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বণ্টন এবং মজুতকরণ প্রক্রিয়া জারি থাকলেও, কবে থেকে কোভ্যাকসিন দেওয়া শুরু হবে, সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
এক বছরের বেশি সময় ধরে দুনিয়াদারি চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাস। এরাজ্যে তার সঙ্গে যুদ্ধ করতে জেলা সফর শুরু হল কোভ্যাকসিনের। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বাগবাজারের কেন্দ্রীয় স্টোর থেকে ভারত বায়োটেকের করোনা টিকা রওনা দিল জেলায় জেলায়। সূত্রের খবর, রাজ্যের হাতে এখন ১ লক্ষ ১৩ হাজার কোভ্যাকসিনের ডোজ আছে। কলকাতার জন্য বরাদ্দ ২৩ হাজার। বাকি ৯০ হাজার যাবে অন্যান্য জেলায়।
কোভ্যাকসিনের এক একটি বাক্সে রয়েছে ১৬টি করে ভায়াল। একেকটি ভায়াল থেকে ২০ জনকে কোভ্যাকসিনের ডোজ দেওয়া যাবে। এর মধ্যেই বুধবার হায়দরাবাদ থেকে রাজ্যে আসছে কোভ্যাকসিনের দ্বিতীয় কনসাইনমেন্ট। দ্বিতীয় দফায় মোট ১৬ হাজার ৪৭২ ভায়াল কোভ্যাক্সিন আসছে রাজ্যে অর্থাৎ ৩ লক্ষ ২৯ হাজার ৪৪০ ডোজ ৷ সকাল ৮টা ১৫ মিনিটে তা কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা ৷
বিমানবন্দর থেকে ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে বাগবাজারে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল স্টোরে ৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বণ্টন এবং মজুতকরণ প্রক্রিয়া চলতে থাকলেও, রাজ্যে কবে থেকে কোভ্যাক্সিন দেওয়া হবে, সেবিষয়ে এখনও স্থির সিদ্ধান্ত হয়নি। ভারত বায়োটেকের করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখনও শেষ হয়নি। সূত্রের খবর, সেকারণে কোভ্যাকসিন নিতে হলে প্রত্যেককে বাধ্যতামূলক সম্মতিপত্রে সই করতে হবে, ঠিক যেমনটা ট্রায়ালে অংশগ্রহণকারীদের করতে হয়েছে। যদিও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী প্রথম সারির করোনা যোদ্ধাদের কোভ্যাকসিন নিতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। কোভ্যাকসিন নেওয়ার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরাও।
চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানাচ্ছেন, দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশন শুরুর জন্য রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। এই পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীদের পাশাপাশি পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মীদের ভ্যাকসিন দিতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্য সরকার কেন্দ্রকে জানিয়েছে, কোউইন অ্যাপে নাম নথিভুক্তকরণের যান্ত্রিক সমস্যা না মেটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশন তারা শুরু করবে না।