কলকাতা:  ডেঙ্গিতে আক্রান্ত হয়ে স্কুলের দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে। সন্তানদের স্বাস্থ্যরক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে আজ সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুলের সামনে অভিভাবকদের জমায়েত।

অভিভাবকদের বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগ। এই পরিস্থিতিতে স্কুলের অবস্থা খতিয়ে দেখতে অভিভাবকরা হাজির হন স্কুলে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাতেও বসেন তাঁরা।