কলকাতা: নিউটাউনের জ্যোতিনগরে দম্পতির অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান।

 

পুলিশ সূত্রে খবর, স্ত্রী আলোর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন বছর ৪৫-এর রঙ্গলাল মজুমদার। রবিবার এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয় দুজনের ঝুলন্ত দেহ।

 

যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। জোড়া মৃত্যুর নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা, খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।