কলকাতা: কালো টাকা ধরতে নোট বাতিলের কার্যকারিতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন অমর্ত্য সেন। নরেন্দ্র মোদী যেখানে বারবার দাবি করছেন, নোট বাতিলের ফলে কালো টাকার কারবারিদের ঘুম উড়ে গেছে, সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদের গলায় অন্য সুর।
অমর্ত্য সেন বলেন, যেটাকে ব্ল্যাকমানি বলা হয়, তার খুবই সামান্য অংশ কাঁচা টাকায় লোকের কাছে থাকে। এর থেকে নির্মূল হওয়ার খুব আশা করার কোনও কারণ আছে বলে আমি মনে করি না। তিনি যোগ করেন, যাঁদের পক্ষে সবথেকে বেশি অসুবিধা এখানে হয়েছে, কালো টাকা বলে নয়।অন্য কাজেও রাখা হয় পাঁচশো টাকার উপরের নোটে, এমন অনেকেই আছেন। ব্যবসা করেন, ছোট কাজ করেন। বাড়ির গৃহকর্ত্রী তাঁদের কিছু টাকা রেখে দিলেন। তাঁদের অসুবিধার তুলনায়, আমার ধারণা, যাঁরা বেআইনি কাজ করছেন তাঁদের অসুবিধা তুলনায় কম। কেননা, তাঁরা কী কী ব্যবস্থা করতে হয়, সব পথ জানেন। ণত্ব-ষত্ব জ্ঞান আছে। তাঁদের পক্ষে যেভাবে ম্যানেজ করা সহজ, সাধারণ লোকের পক্ষে সহজ নয়।
প্রধানমন্ত্রী দাবি করছেন, এখন ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদি সুফল মিলবে। অমর্ত্য সেন অবশ্য এমন কোনও আশা দেখছেন না। বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমবে, এটা আপনি মনে করছেন কেন? কমবে, যখন আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সুব্যবস্থা হয়। অর্থনৈতিক যে বিষয়গুলি অবহেলা হচ্ছে, শিক্ষায় অভাব, স্বাস্থ্যে অভাব। লোকের চাকরি পাওয়ায় অসুবিধা।এসব দূর না হলে লোকের কষ্ট কমবে, এটা মনে করার কারণ নেই। আমাদের আশা করতে হবে, যে সব জিনিসগুলোয় ঘাটতি আছে, সেই ঘাটতি কখন পূরণ হবে। নোট-বাতিল দিয়ে সেসব ঘাটতি কি পূরণ হতে পারে? এটা মনে করার কোনও কারণ নেই।
নোট বাতিলের সিদ্ধান্তের কারণ নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্য, এটা সম্পর্কে কোনও ভাল কারণ নেই। লোকে সবকিছুই ভেবেচিন্তে করে এমন মনে করার কারণ নেই। ভেবেচিন্তে যেটা করলেন, সেটা অর্থনীতির দিক থেকে হল, না রাজনীতির দিক থেকে হল, সেটা বোঝা খুব সহজ নাও হতে পারে।
প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন, নোট বাতিলের পর সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এক্ষেত্রেও ভিন্নমত অমর্ত্য সেনের। বলেছেন, এ নিয়ে অনেকেই প্রতিবাদ করেছেন। এতে আমার যোগ করার কিছু নেই। ঠিক কী কারণে বলেছেন, আমি এখনও ভেবে নিতে পারিনি। এটার সত্যি-মিথ্যে, খুব সহজেই মনে করা যায়।যাদের কষ্ট হচ্ছে তাদের মধ্যে গরিবের সংখ্যাই সবচেয়ে বেশি, এতে কোনও সন্দেহ নেই।
নোট বাতিল নিয়ে বিরোধীদের সুর সপ্তমে। এর মধ্যে অমর্ত্য সেনের মতো নোবেলজয়ী অর্থনীতিবিদের সমালোচনা, মোদী সরকারের কাছে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের।
নোট বাতিল নিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অমর্ত্য সেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2016 08:20 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -