কলকাতা: দেশপ্রিয় পার্কের কাছে লেকভিউ ক্রসিংয়ে বেপরোয়া বাসের ধাক্কায় জখম বাইক আরোহী। দুর্ঘটনার পর পালাতে গিয়ে পরপর ৬টি গাড়িকে ধাক্কা বাসের। আজ সকাল পৌনে দশটা নাগাদ ওই বাসটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর গ্রিন করিডোর তৈরি করে আহত বাইক আরোহী বিপ্লব দাসকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরে ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে নিয়ে এলে কর্তৃপক্ষ দ্রুত তাঁর চিকিত্সার ব্যবস্থা করে। ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে।