কলকাতা: উত্তর ভারতে ঘন কুয়াশার জের। ব্যাহত ট্রেন চলাচল। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে বিভিন্ন ট্রেন। ডাউন যোধপুর এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে চলছে। ডাউন অমৃতসর মেল ১২ ঘণ্টা দেরিতে চলছে। ৯ ঘণ্টা দেরিতে চলছে ডাউন কালকা মেল। ডাউন আনন্দ বিহার-হাওড়া এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে চলছে। ডাউন দুন এক্সপ্রেসও ৮ ঘণ্টা দেরি চলছে। প্রায় সাড়ে ৭ ঘণ্টা দেরিতে চলছে ডাউন যুব এক্সপ্রেস।
ডাউনের ট্রেন ঢুকতে দেরি হওয়ার জেরে, আপ লাইনে ট্রেন ছাড়ার সময় বদলানো হয়েছে। তবে সেটাও যথেষ্ট সময়সাপেক্ষ। আপ পূর্বা এক্সপ্রেস আজ সকাল ৮.০৫-এর বদলে রাত ১০.১০-এ ছাড়বে। আপ অমৃতসর এক্সপ্রেস দুপুর ১.৫০-এর বদলে ছাড়বে বেলা ৩.১০ মিনিটে। আজকের মতো বাতিল করা হয়েছে আপ শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস।
উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন চলাচল, বাতিল একাধিক ট্রেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2017 11:11 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -