বরানগর: বরানগরে স্ত্রী, মেয়েকে ধারাল অস্ত্রের কোপ স্বামীর। হাসপাতালে স্ত্রীর মৃত্যু। মেয়ের অবস্থা আশঙ্কাজনক। স্ত্রীর পাল্টা কোপে জখম স্বামী। পারিবারিক বিবাদের জের বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মা-কে বাঁচাতে গিয়ে রক্তাক্ত চোদ্দ বছরের মেয়ে। মঙ্গলবার ভোরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে বরানগরের ফকির ঘোষ লেনে।
এই ফ্ল্যাটের দোতলায় থাকতেন বিকাশ কপূর, তাঁর স্ত্রী রেশমি এবং চোদ্দ বছরের মেয়ে পূজা। প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার ভোরে হঠাৎ ফ্ল্যাট থেকে ভেসে আসে আর্ত চিৎকার। শুনে অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে যান সেখানে। দরজায় ধাক্কা দিতেই খুলে দেয় পুজা। তাঁর হাত থেকে তখন রক্ত ঝরছে। প্রতিবেশীদের দাবি, ভিতরে ঢুকে তাঁরা দেখেন,
মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রেশমি। পাশে বসে আছেন বিকাশ। তাঁরও হাত থেকে রক্ত ঝরছে।
প্রতিবেশীরাই তিনজনকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে রেশমিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর মেয়ে পুজা এখনও চিকিৎসাধীন। মঙ্গলবার বেলার দিকে ফ্ল্যাটে গিয়ে দেখা যায় মেঝেতে তখনও রক্তের দাগ স্পষ্ট।
কিন্তু, এই ঘটনা ঘটল কেন? প্রাথমিক তদন্তের পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সূত্রে দাবি,
বিকাশের সঙ্গে তাঁর স্ত্রী রেশমির সম্পর্ক ভাল ছিল না। দু’জনের মধ্যে গন্ডগোল লেগেই থাকত।
সোমবার রাতে দু’জনের মধ্যে প্রচণ্ড বাদানুবাদ শুরু হয়। এরপরই বিকাশ ধারাল অস্ত্র দিয়ে রেশমিকে আঘাত করেন। মেয়ে পুজা সেখানে এলে তাকে আঘাত করেন বিকাশ। মেয়েকে বাঁচাতে পাল্টা একটি ছুরি দিয়ে বিকাশের হাতে আঘাত করেন রেশমি। এরপরই রেশমিকে কোপাতে শুরু করেন বিকাশ।
রেশমির ভাই বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে বিকাশের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।
পারিবারিক বিবাদের জের, স্ত্রী-কন্যাকে অস্ত্রের কোপ স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2016 10:18 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -