প্রকাশ সিন্হা, কলকাতা: রোজভ্যালির সম্পত্তি অ্যাটাচ করা হয়েছিল আগেই। কিন্তু থমকে ছিল সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ। দুর্গাপুজো কাটতেই তা নিয়ে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর পরিবারকে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছে। খালি করতে বলা হয়েছে সাউথ সিটির ৩টি ফ্ল্যাট। রোজভ্যালির একাধিক অফিস খালি করার নোটিস গেছে।
বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা শাখার দায়িত্বভার নেন সন্তোষ মানকসকর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর,বুধবারই সারদা, রোজভ্যালি, নারদকাণ্ডের তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করেন নতুন সহ অধিকর্তা। ইডি সূত্রের খবর, রোজভ্যালিকাণ্ডের তদন্তকারী অফিসার জানান, গৌতম কুণ্ডুর সম্পত্তি অ্যাটাচ করা হলেও, তা বাজেয়াপ্ত করা যায়নি। ইডি সূত্রে দাবি, এই তথ্য জেনে ক্ষোভপ্রকাশ করে রোজভ্যালির সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন সন্তোষ মানকসকর। বৃহস্পতিবার গৌতম কুণ্ডুর পরিবারকে উচ্ছেদ নোটিস পাঠায় ইডি।
ইডি সূত্রে খবর, রোজভ্যালির নাম পরিবর্তন করে চকোলেট গ্রুপের নামে লিজ দেওয়া হচ্ছে হোটেল ও গাড়ি। তা রুখতে অবিলম্বে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবা হচ্ছে।
খালি করতে হবে সাউথ সিটির ৩টি ফ্ল্যাট ,রোজভ্যালিকাণ্ডে গৌতম কুণ্ডুর পরিবারকে উচ্ছেদ নোটিস ইডি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2020 10:11 PM (IST)
ইডি সূত্রে খবর, রোজভ্যালির নাম পরিবর্তন করে চকোলেট গ্রুপের নামে লিজ দেওয়া হচ্ছে হোটেল ও গাড়ি। তা রুখতে অবিলম্বে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবা হচ্ছে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -