কলকাতা:  জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও বিহার সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত। তার জেরেই সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নামতে পারে স্বস্তির বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দফায় দফায় হতে পারে শিলাবৃষ্টিও।