রুমা পাল,কলকাতা: ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাডু, কেরালা, অসম এবং পুদুচেরি-তে বিধানসভা নির্বাচন। আগামী ১১ ফেব্রুয়ারি কমিশনের ফুল বেঞ্চ যাচ্ছে তামিলনাড়ুতে ৷ ১১ এবং ১২ ফেব্রুয়ারি তামিলনাড়ুতে ভোট প্রস্তুতি খতিয়ে দেখার পর ১৩ ফেব্রুয়ারি যাবে কেরালা । ১৩ এবং ১৪ তারিখ কেরালায় ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখে ফের দিল্লিতে ফিরবে ১৫ ফেব্রুয়ারি। তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে বলে সূত্রের খবর।


কোভিভ আবহে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ভোটে নিযুক্ত কর্মীদের জন্য যেমন ব্যবস্থা থাকবে মাস্ক-স্যানিটাইজার, ফেস শিল্ড, গ্লাভস-এর তেমনিই ভোটারদের জন্য থাকবে গ্লাভস । গ্লাভস পরেই ভোটারকে ভোট দিতে হবে তারপর তা একটি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই কোভিভ বর্জ্য যাতে সঠিকভাবে বুথের পার্শ্ববর্তী সমস্ত হাসপাতালে পৌঁছে যেতে পারে সে ক্ষেত্রে জিপিএস ট্র্যাকিং করবে কমিশন। তারপর সেই হাসপাতাল থেকে কী ভাবে সেই বর্জ্য সরানো হবে। তার দায়িত্ব থাকবে স্বাস্থ্য দফতরের কাঁধে। জেলায় কোন কোন পোলিং স্টেশন থেকে কোন কোন হাসপাতালে এই বর্জ্য যাবে তার ম্যাপও তৈরি করা হচ্ছে। শুক্রবার এনিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক রয়েছে।


আগেই জানানো হয়েছিল যে এবার বুথের সংখ্যা ৭৮ হাজার ৯০৩ এবং অক্সিলারি বুথের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৭৯০। কিন্তু বুথের সংখ্যা আরও বাড়তে চলেছে এবং সেই বর্ধিত সংখ্যা কমিশনের কাছে পাঠানো হচ্ছে। অন্যদিকে এবারও প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ৷ তবে সেই প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে তার সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। এছাড়াও এবারে বিধানসভা নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন ফি জমা দিতে পারবেন অনলাইনে। একজন প্রার্থী মনোনয়ন ফি বাবদ জমা করেন ১০ হাজার টাকা। অন্যদিকে সংরক্ষিত আসনে যিনি প্রার্থী দাঁড়ান অর্থাৎ সংরক্ষিত প্রার্থী দেন ৫০০০ টাকা। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন শুধু নির্ঘন্ট ঘোষণা হওয়া বাকি। তারপরে গণতন্ত্রের উৎসব শুরু হয়ে যাবে।