কলকাতা: হেলমেট ছাড়া অভিভাবকের মোটরবাইক বা স্কুটারে করে এলে, স্কুলে ঢুকতে দেওয়া হবে না পড়ুয়াকে। বিধি আনছে ইংরেজি মাধ্যম স্কুলগুলি। ইতিমধ্যে শহরের কয়েকটি স্কুলে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইসিএসই স্কুলগুলির সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে বাকি স্কুলগুলিতেও পৌঁছে যাবে বিজ্ঞপ্তি। ভাল উদ্যোগ, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর।
‘বাবার মাথা ভীষণ দামি হেলমেটেতে ঢাকা...ছোট্ট মাথার নেই কোনও দাম আমার মাথা ফাঁকা’ এক সময়ে কলকাতা পুলিশের এই বার্তায় মুখ ঢেকেছিল শহর। কিন্তু, এখনও হেলমেটে ঢাকেনি অনেকে ছোট্ট মাথাই!
সম্প্রতি হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া মিলছে না তেলও। এবার স্কুল পড়ুয়াদের জন্যও চালু হচ্ছে হেলমেট বিধি। উত্তর থেকে দক্ষিণ কলকাতা।


ইতিমধ্যে কয়েকটি আইসিএসই বোর্ডের স্কুল এই বিজ্ঞপ্তি জারি করেছে। কারোর নির্দেশ, অভিভাবকের বাইকে করে স্কুলে এলে পড়ুয়ার মাথাতেও হেলমেট বাধ্যতামূলক, কোনও স্কুলের নির্দেশ, হেলমেট ছাড়া কোনও পড়ুয়া অভিভাবকের বাইকে করে স্কুলে তাকে ঢুকতে দেওয়া হবে না। বরানগরের ইংরেজিমাধ্যম স্কুল রামমোহন মিশনেও লাগু হয়েছে হেলমেট-বিধি।
আইসিএসই স্কুলগুলির সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের সংগঠনের অন্তর্ভুক্ত বাকি স্কুলগুলিতেও হেলমেট-বিধি প্রণয়নের জন্য নোটিস পাঠানো হচ্ছে। শহরতলির অনেক স্কুলেও, অভিভাভাবকদের মোটরবাইকে চড়ে স্কুলে আসতে দেখা যায় পড়ুয়াদের। আর অনেক ক্ষেত্রেই দেখা যায়, অভিভাবকের মাথা হেলমেটে ঢাকা, কিন্তু, ফাঁকা পড়ুয়ার মাথা।
সরকার কড়া হয়েছে আগেই। এবার কড়া হচ্ছে স্কুলগুলিও। টনক নড়বে তো অভিভাবকদের?