কলকাতা: বেআইনি সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগে এবার কলকাতা পুলিশের রেডারে আয়কর দফতরের আরও এক শীর্ষ কর্তা। তাঁকে তলব করল লালবাজার। যদিও, ওই আধিকারিক জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত তিনি। কলকাতার বাইরে থাকেন। ফলত, তাঁর পক্ষে আসা সম্ভব নয়।


শনিবার ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ অগ্রবালের গ্রেফতারের পর এদিন ওই শীর্ষ কর্তাকে তলব করা হয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, গোবিন্দ অগ্রবালকে গ্রেফতারের পর তাঁর দফতর থেকে উদ্ধার হয় আয়কর সংক্রান্ত নথি। পুলিশ সূত্রে খবর, ওই নথিতে শীর্ষ আধিকারিকের সই ছিল।


জানা গিয়েছে, ওই আধিকারিক প্রিন্সিপ্যাল চিফ কমিশনার পদে কর্মরত। কীভাবে ওই আধিকারিকের সই করা নথি গোবিন্দ অগ্রবালের কাছে এল, তার তদন্ত শুরু করছে পুলিশ।


লালবাজার সূত্রে খবর, বর্তমানে কর্মসূত্রে কলকাতার বাইরে থাকেন ওই আধিকারিক। তিনি ক্যান্সারে আক্রান্ত। তাই তিনি কলকাতায় আসতে পারবেন না বলে পুলিশকে জানিয়ে দিয়েছেন। অভিযুক্ত গোবিন্দের সঙ্গে এই চক্রে আর কে কে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


প্রসঙ্গত, বেআইনি সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগে শনিবার ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ অগ্রবালকে গ্রেফতার করে পুলিশ। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে তাঁকে গ্রেফতার করা হয়। হেয়ার স্ট্রিট থানার পাশাপাশি তদন্ত চালাচ্ছে কলকাতা গোয়েন্দা পুলিশও।


অভিযোগ, আয়কর দফতরের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে হাত মিলিয়ে জালিয়াতি করেছেন তিনি। পুলিশ সূত্রে দাবি, আয়কর দফতরের শীর্ষ আধিকারিকের সঙ্গে অভিযানে যেতেন গোবিন্দ।


ধৃত ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে তোলা হয়। অসুস্থতা ও কোভিড পরিস্থিতি বিবেচনা করে ধৃতকে জামিন দেয় আদালত। তবে জামিন পর্বে গোবিন্দকে বাড়ির বাইরে যেতে বারণ করেছে কোর্ট।