কলকাতা: রুবির কাইজার আলমের পর বেলভিউয়ের নরেন পাণ্ডে। ফের খাস কলকাতায় গ্রেফতার জাল ডাক্তার। ধৃত নরেন বেলভিউ হাসপাতালের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এন্টালির সুরেশ সরকার রোড থেকে তাঁকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি সূত্রে খবর, কয়েকদিন আগে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে নরেনের খোঁজ পান গোয়েন্দারা। শুক্রবার এন্টালির একটি ক্লিনিকে রোগী সেজে ঢোকেন তদন্তকারীরা। তারপরই গ্রেফতার করা হয় নরেনকে।
তদন্তকারীদের দাবি, ২০ বছর ধরে চিকিৎসা করছেন এই জাল ডাক্তার। ক্লিনিকের বোর্ডে এমবিবিএস ও এমডি লেখা থাকলেও, সিআইডি-র দাবি, সবটাই জাল।
রোগী সেজে ক্লিনিকে অভিযান সিআইডি-র, এন্টালিতে ধৃত বেলভিউয়ের জাল ডাক্তার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2017 10:06 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -