কলকাতা: দেশব্যাপী কৃষি আন্দোলনের প্রতি সমর্থনে এবং কেন্দ্রের কৃষি-আইনের বিরোধিতায় এগিয়ে এল তৃণমূল কংগ্রেস। এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে ট্যুইট করে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানান। আর তা করতে গিয়ে সিঙ্গুরে কৃষিজমি আন্দোলনের কথা উল্লেখ করেন।
কৃষকদের দিল্লি চলো অভিযানের সমর্থনে ট্যুইটে তৃণমূলনেত্রী লেখেন, জোর করে কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না, এই দাবি নিয়ে ১৪ বছর আগে, ২০০৬-এর ৪ ডিসেম্বর, কলকাতায় ২৬ দিনের অনশনে বসেছিলাম। বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই রাক্ষুসে কৃষি আইন পাস করেছে কেন্দ্র। এই আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি।
এরপর দলের তরফেও সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘১৫ বছর আগে সিঙ্গুর আন্দোলন ইস্যুতে অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকের পাশে লড়াইয়ে ছিলেন।’
তিনি জানান, মধ্যস্বত্বভোগীর কোনও জায়গা বাংলায় নেই। কাকলি বলেন, ‘কৃষি আইন অসাংবিধানিক, রাষ্ট্রবিরোধী। সর্বশক্তি দিয়ে বিরোধিতা করবে তৃণমূল।’
এই প্রেক্ষিতে কেন্দ্রীয় নীতির বিরোধিতা করেন তিনি। বলেন, ‘রাজ্যকে না জানিয়ে সব আইন কুক্ষিগত করছে কেন্দ্র। নতুন আইনে বিতর্ক হলে এসডিও অফিসে যেতে হবে চাষিদের।’
তাঁর প্রশ্ন, ‘গরিব চাষিরা কি করে কাজ ছেড়ে যাবে? স্বাধীন ভারতকে পরাধীন করার চক্রান্ত। কর্পোরেট সংস্থার হাতে দেশ বেচার ষড়যন্ত্র। আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেছেন মমতা।’