দমদম:  বাবার লেখা কবিতা ফেসবুকে অন্যের নামে দেখে প্রতিবাদ করায় এসকর্ট সার্ভিসে তরুণীর নাম ও মোবাইল নম্বর সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ।

দমদমের বাসিন্দা তরুণীর অভিযোগ, বাবার লেখা কবিতা ফেসবুকে অন্যের নামে দেখে প্রতিবাদ করেন তিনি। এরপর এসকর্ট সার্ভিসে তরুণীর নাম ও মোবাইল নম্বর সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। তারপর থেকেই তরুণীর কাছে অশালীন প্রস্তাব আসা শুরু হয় বলে অভিযোগ।

অপমানে ঘরবন্দি ওই তরুণী। দমদম থানা ও লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ তরুণীর পরিবার।