দমদম: বাবার লেখা কবিতা ফেসবুকে অন্যের নামে দেখে প্রতিবাদ করায় এসকর্ট সার্ভিসে তরুণীর নাম ও মোবাইল নম্বর সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ।
দমদমের বাসিন্দা তরুণীর অভিযোগ, বাবার লেখা কবিতা ফেসবুকে অন্যের নামে দেখে প্রতিবাদ করেন তিনি। এরপর এসকর্ট সার্ভিসে তরুণীর নাম ও মোবাইল নম্বর সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। তারপর থেকেই তরুণীর কাছে অশালীন প্রস্তাব আসা শুরু হয় বলে অভিযোগ।
অপমানে ঘরবন্দি ওই তরুণী। দমদম থানা ও লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ তরুণীর পরিবার।
বাবার লেখা কবিতা ফেসবুকে অন্যের নামে, প্রতিবাদ করায় এসকর্ট সার্ভিসে তরুণীর নাম ও মোবাইল নম্বর, ঘটনায় চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2018 12:43 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -