কলকাতা: # নির্যাতিতা শিশুর নাম প্রকাশ্যে এনে ফের বিতর্কে জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। সুরক্ষার আশ্বাস দিয়ে এদিন সকল অভিভাবককে চিঠি দেয় জিডি বিড়লা কর্তৃপক্ষ। সেই চিঠিতেই নির্যাতিতার শিশুর নামের উল্লেখ রয়েছে। যৌন নির্যাতনের ঘটনায় কী করে প্রকাশ্যে নাম? পকসো আইনে মামলা, তাও কী করে প্রকাশ্যে নাম? আইন ভেঙে অসংবেদনশীল আচরণের অভিযোগ। আইনত অপরাধ, বলছেন আইনজীবীরা।

জিডি বিড়লাকাণ্ডে এবার পকসো আইনে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে জিডি বিড়লার দুই অভিযুক্ত শিক্ষককের। শিশুর গোপন জবানবন্দি রেকর্ডিংয়েও সম্মতি দিয়েছে। হবে মেডিকো লিগাল টেস্ট। এদিকে টানা আন্দোলনের মুখে পিছু হটল জিডি বিড়লা। মঙ্গলবার দুপুরে ত্রিপাক্ষিক বৈঠক। ছাত্রীদের সুরক্ষা, প্রিন্সিপালের অপসারণ-সহ একাধিক ইস্যুতে অনড় অভিভাবকরা।

শিশুর ওপর যৌন নির্যাতনের পর চার দিনে পড়ল জিডি বিড়লার বিক্ষোভ। অভিভাবকদের সঙ্গে এবার সামিল প্রাক্তন-বর্তমান পড়ুয়ারাও।প্রিন্সিপালকে সরানোর দাবি প্রতিদিনই জোড়ালো হচ্ছে।



এদিকে জিডি বিড়লাকাণ্ডে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, যা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

জিডি বিড়লায় গিয়েছেন লালবাজারের গোয়েন্দারা। কোথায়, কীভাবে শিশু নির্যাতন? জানতে তদন্ত হবে। শীঘ্রই অধ্যক্ষাকে জেরার সম্ভাবনা, খবর সূত্রে।

আজই পুলিশি বাধা পেরিয়ে জিডি বিড়লায় একাধিকবার জোর করে ঢোকার চেষ্টা করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আজ সকালে আরও একবার জিডি বিড়লা স্কুলের সামনে গেলে রূপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা। তাঁদের দাবি, এই ঘটনাকে কোনও রকমের রাজনৈতিক রঙ দেওয়া যাবে না। অভিভাবকদের সামনে রূপা জানান, ছোটবেলার পাড়া বলে এসেছি।

জিডি বিড়লা কাণ্ডে বিক্ষোভ চলাকালীন আজ আচমকাই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা শিশুর বাবা। গত কয়েকদিন ধরে স্কুলের সামনে চলা বিক্ষোভে সামিল ছিলেন তিনি। আজ দুপুরে অন্যান্য অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় হঠাত্ই মাটিতে পড়ে যান।পরে অভিভাবকদের শুশ্রুষাতেই তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এদিকে আপাতত খুলছে না জিডি বিড়লা স্কুল। সুষ্ঠু পরিবেশ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষা স্কুল কর্তৃপক্ষের। কবে খুলবে স্কুল নোটিস দিয়ে জানানো হবে, ঘোষণা জি ডি বিড়লা কর্তৃপক্ষের।



আজ সকালে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী স্কুলে গিয়ে বলেন, স্কুল বন্ধ রাখা শিক্ষার আইনের পরিপন্থী। তাই স্কুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।



আজ সকালে কমিশনের সদস্য সৌমিত্র রায়ের সঙ্গে স্কুলে যান চেয়ারপার্সন। সেখানে নির্যাতিত শিশুর বাবার সঙ্গে কথা বলেন তাঁরা। অনন্যা বলেন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি স্কুল কর্তৃপক্ষ। উল্টে বিনা নোটিসে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রকাশ পেয়েছে কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছেন অনন্যা।

পাশাপাশি প্রিন্সিপালের গ্রেফতারের দাবিতে সিপি ও জয়েন্ট সিপিকে চিঠি দিয়েছে শিশু সুরক্ষা কমিশন।

৪ বছরের ছাত্রী নির্যাতনের ঘটনায় আজ সকালেও জিডি বিড়লা স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত শুরু করেন। স্কুল খোলার দাবি জানাতে থাকেন তাঁরা। গতকাল সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেন প্রিন্সিপাল। আজ পরীক্ষা থাকলেও বন্ধ রাখা হয়েছে স্কুল। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন অভিভাবকরা। অপ্রীতিকর অবস্থা ঠেকাতে স্কুলের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এদিকে নির্যাতনের শিকার শিশুটি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আতঙ্ক কাটেনি তার। শিশুটির বাবা আজও প্রিন্সিপালের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ২০১৪ সালেও জুনিয়র বিভাগের আর এক ছাত্রী শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। সেই সময়েও দায়িত্বে ছিলেন বর্তমান প্রিন্সিপাল। পদে থেকে বারবার তিনি তথ্য গোপন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিত শিশুর বাবা। সুস্থ হলেও মেয়েকে আর এই স্কুলে পাঠাবেন না বলে জানিয়েছেন তিনি। গতকাল প্রিন্সিপালের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে।