কলকাতা: আলিপুর আদালতে জিডি বিড়লার নির্যাতিতা শিশুর গোপন জবানবন্দি রেকর্ড। পিটি ক্লাসে পুরুষ শিক্ষক থাকলে, সঙ্গে চাই মহিলা আয়া। বাসেও থাকতে হবে মহিলা কর্মী। জিডি বিড়লাকাণ্ডের পর বেসরকারি স্কুলগুলিকে নির্দেশিকা সরকারের।


সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আজ গোপন জবানবন্দি নেওয়া হয়েছে জিডি বিড়লার নির্যাতিতা শিশুর

সোমবার দুপুর ২টো নাগাদ মেয়েকে নিয়ে আলিপুর আদালতে আসেন বাবা-মা। তাঁদের সামনেই নেওয়া হয় শিশুর গোপন জবানবন্দি। আদালত সূত্রে খবর, বাবা-মায়ের জবানবন্দিও আজ রেকর্ড করা হয়।

এদিকে এখনও কেন গ্রেফতার করা হয়নি জিডি বিড়লার অধ্যক্ষাকে? প্রশ্ন তুলেছেন শিশুর বাবা।

জিডি বিড়লাকাণ্ডের জেরে সরকারের নজরে সমস্ত বেসরকারি স্কুল। স্কুলগুলির সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে সরকার। স্কুলে এবং স্কুলবাসে পুড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নয়া নির্দেশিকায় বলেছেন, স্কুলগুলিতে থাকতেই হবে সিসিটিভি। পিটি ক্লাসে পুরুষ শিক্ষক থাকলে, সঙ্গে চাই মহিলা আয়া। বাসেও থাকবে মহিলা কর্মী।

অন্যদিকে, এমপি বিড়লাকাণ্ডে ধৃত স্কুলের কর্মী মনোজ মান্নাকে ২ দিনের পুলিশ হেফাজেতর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।