যাদবপুরে জন্মদিনের পার্টিতে ছাত্রীকে 'ধর্ষণ', গ্রেফতার যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Mar 2018 09:17 AM (IST)
কলকাতা: জন্মদিনের পার্টিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। বেলেঘাটায় পেয়িং গেস্ট হিসেবে থাকেন মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। তাঁর দাবি, রবিবার তিনি এক বান্ধবীর সঙ্গে যাদবপুরের গাঁধী কলোনিতে আরেক পরিচিতের জন্মদিনের পার্টিতে যান। সেখানে গভীর রাত পর্যন্ত চলে নাচগান। অভিযোগ, সেখানে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয় এক যুবক। রাজি না হওয়ায়, মত্ত অবস্থায় থাকার সুযোগ নিয়ে তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী। গতকাল রাতে যাদবপুর এলাকা থেকে অভিযুক্ত বিশ্বজিত্ দেবনাথকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -