কলকাতা: মাঝরাতে বাড়িতে ঢুকে ‘গুলি’। পরিবারকে ‘পুড়িয়ে মারার চেষ্টা’। শনিবার রাতে এই তাণ্ডবের সাক্ষী শিশুও!


৩৮ নম্বর রাজডাঙা মেন রোডে বাড়িতে থাকেন ব্যবসায়ী সুরজিৎ রায়। তাঁর দাবি, রাত সাড়ে বারোটা নাগাদ মুন্না পাণ্ডে এবং বিধান সরকার নামে স্থানীয় দুই যুবক আচমকাই বাড়িতে ঢুকে পড়ে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে তারা। পোষা কুকুরের চিৎকার শুনে ছুটে আসেন ব্যবসায়ীর মা।

অভিযোগ, ওই বৃদ্ধাকে লক্ষ্য করে গুলি চালান ওই দুই যুবক। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বৃদ্ধা ভয়ে ঘরে ঢুকে গেলে ওপরে ব্যবসায়ীর উপরের ঘরের সামনে পৌঁছে যায় অভিযুক্তরা। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তখন ঘরে ছিলেন সুরজিৎ। অভিযোগ, গোটা পরিবারকে পুড়িয়ে মারতে ঘরের সামনে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও বাড়ির বাসিন্দারাই আগুন নিভিয়ে ফেলেন।

আজ কসবা থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই মাঝরাতে গৃহস্থের বাড়িতে হামলা চালানো হয়। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাজারের গোয়েন্দারা। সূত্রের খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।