কলকাতা: ইজরায়েলের এলবিট সিস্টেমের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় নৌসেনার জন্য মানবহীন সারফেস ভেহিকল বা আনম্যান্ড সারফেস ভেহিকল(ইউএসভি) তৈরি করবে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। বৃহস্পতিবার এই ঘোষণা করেন রাষ্ট্রায়ত্ত এই জাহাজ-নির্মাণকারী সংস্থার সিএমডি রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ভি কে সাক্সেনা।
এদিন সাক্সেনা জানান, ইজরায়েলের এলবিট সিস্টেমের সঙ্গে গত এপ্রিল মাসে চেন্নাইতে এই মর্মে মউ স্বাক্ষরিত হয়েছে। সেই অনুযায়ী, ভারতীয় নৌসেনার জন্য যৌথ উদ্যোগে ‘সিগাল’ ইউএসভি তৈরি করবে ইজরায়েলি সংস্থাটি। এর মধ্যে ৬০ শতাংশ প্রযুক্তি-হস্তান্তরের কথা উল্লেখ করা হয়েছে।
মানববিহীন জলযান সম্পর্কে জানাতে গিয়ে সাক্সেনা জানান, এই বিশেষ ‘ড্রোন-বোট’-টি দৈর্ঘ্যে ১২ মিটার হবে। মূলত, নৌ-ঘাঁটি বা সমুদ্রে ভাসমান ‘মাদার শিপ’ থেকে এই যান নিয়ন্ত্রণ করা যাবে। এমনকী, একে বড় জাহাজে বহন করাও সম্ভব। তিনি জানান, মাদার শিপ বা যে জায়গা থেকে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেখান থেকে ৫০ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত এই ইউএসভি কাজ করতে সক্ষম।
এই বিশেষ জলযানের কার্যকারিতা সম্পর্কে বলতে গিয়ে সাক্সেনা জানান, একসঙ্গে বিভিন্ন অভিযান বা মিশনে একে কাজে লাগানো যেতে পারে। মূলত অ্যান্টি-পোচিং, অ্যান্টি-হাইজ্যাকিং থেকে শুরু করে সমুদ্রে নজরদারিতে বিশেষ ভূমিকা পালন করতে পারে এই ‘ড্রোন-বোট’।
এর পাশাপাশি, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, মাইন হান্টিং বা মাইন সুইপিং, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার, মেরিটাইম সিকিউরিটি এবং সমুদ্রতলে বাণিজ্যিক অভিযান-- বিভিন্নভাবে এই ইউএসভি-কে কাজে লাগানো যেতে পারে।
সাক্সেনা যোগ করেন, এই জলযানকে ছোট অস্ত্র যোগ করারও সংস্থান রয়েছে। তাঁর দাবি, শত্রুপক্ষের মোকাবিলা করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নজরদারি চালাতে ভবিষ্যতে এই ইউএসভি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইজরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে নৌসেনার জন্য ‘ড্রোন-বোট’ তৈরি করবে গার্ডেনরিচ
Susanta Das, ABP Ananda
Updated at:
22 Nov 2018 03:40 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -