কলকাতা: প্রাপ্ত নম্বর উল্লেখ করে আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে, মেডিক্যাল জয়েন্টের মেধা তালিকায় থাকা প্রথম চার হাজার জনের নাম। জনস্বার্থ মামলায় নির্দেশ হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্তর ডিভিশন বেঞ্চের।
অস্বচ্ছতার অভিযোগ ওঠায় জয়েন্টের আংশিক মেধাতালিকা পুনরায় প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
২৫ অগাস্ট প্রকাশিত হয় রাজ্য মেডিক্যাল জয়েন্টর ফল। পরের দিনই মেধাতালিকায় অস্বচ্ছতার অভিযোগে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বাইরে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, প্রাপ্ত নম্বরের সঙ্গে র্যাঙ্ক -এর কোনও মিল নেই। এরপরই মেধা তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অভিভাবক। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ,
প্রাপ্ত নম্বর উল্লেখ করে আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে মেডিক্যাল জয়েন্টের মেধা তালিকায় থাকা প্রথম চার হাজার জনের নাম।
এ বছরের রাজ্য মেডিক্যাল জয়েন্টে ৫০ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১২ হাজার ১৮৩ জন। ভর্তির জন্য কলেজগুলিতে শুরু হয়ে গিয়েছে কাউন্সলিংও। এরই মধ্যে নম্বর-সহ প্রথম চার হাজার জনের নাম পুনরায় প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট।
প্রাপ্ত নম্বর উল্লেখ করে ১০ দিনের মধ্যে জয়েন্টের মেধা তালিকায় থাকা চার হাজার জনের নাম প্রকাশের নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2016 09:45 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -