কলকাতা: পশ্চিমবঙ্গের উপকূলে গভীর নিম্নচাপের জের। সকাল থেকে শহরে অঝোরে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। কলকাতায় হতে পারে মাঝারি থেকে ভারী। উদ্বেগ বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়নামারে তৈরি হওয়া নিম্নচাপ এখন অবস্থান করছে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর। পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। তার জেরেই রবিবার সকাল থেকে চলছে বৃষ্টি।

আবহবিদরা জানিয়েছেন, ধীরে ধীরে পশ্চিমদিকে সরছে নিম্নচাপটি। গন্তব্য ঝাড়খণ্ড। পূর্বাভাসে বলা হয়েছে, তার ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও দুই দিনাজপুরে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি অংশে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী।

অন্যদিকে, উদ্বেগ বাড়িয়েছে ডিভিসি। এদিন ডিভিসি থেকে ছাড়া হয়েছে ৬৬ হাজার কিউসেক জল। লাগাতার বৃষ্টিতে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, কংসাবতীর জলস্তর ওপরের দিকে। এর মধ্যে ঝাড়খণ্ডে ফের বৃষ্টি হলে আরও জল ছাড়তে পারে ডিভিসি। সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসনগুলিকে সতর্ক করে দিয়েছে নবান্ন। নবান্নয় খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্টোল রুমের নম্বর হল- ১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫

বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বাড়তে থাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ায়। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। নবান্নর নির্দেশে, ছুটি বাতিল করা হয়েছে দফতরের কর্মীদের। খোলা হল কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল - ০৩৩২৬৩৭১৭৩৫, ৯৮৩৬৯৮৫৩৭৫।

অন্যদিকে, মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় বন্ধ রানিবাঁধ-খাতড়া সড়ক যোগাযোগ।