কলকাতা: মদন মিত্রের পর এবার সারদাকাণ্ডে অন্তবর্তী জামিন পেলেন কুণাল ঘোষ। ১১ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে শর্তাধীন জামিন। জানাল হাইকোর্ট। কাল প্রেসিডেন্সি জেল থেকে মুক্তির সম্ভাবনা
১১ নভেম্বর পর্যন্ত সাসপেন্ডেড তৃণমূল সাংসদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। জামিনের শর্ত হিসেবে নির্দেশনামায় বলা হয়েছে, ২ লক্ষ টাকার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হল। নারকেলডাঙা থানা এলাকার বাইরে যেতে পারবেন না কুণাল ঘোষ। পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে। সপ্তাহে একদিন সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। প্রয়োজনে একাধিকবার কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। জামিনের ক্ষেত্রে কুণাল ঘোষের মায়ের অসুস্থতার কথাও নির্দেশ নামায় উল্লেখ করেছে হাইকোর্ট।
যদিও জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, কুণাল ঘোষ এখন রাজ্যসভার সাংসদ। জামিন দিলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
আদালত জানতে চায়, তদন্ত শেষ করতে আর কতদিন সময় লাগবে? সিবিআইয়ের আইনজীবী জানান, কুণাল ঘোষের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করতে সর্বাধিক ৪ মাস সময় লাগবে। এরপর বিচারপতি অসীম রায় ও বিচারপতি মলয়মরুত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশনবেঞ্চ বলে, কুণাল ঘোষ ২ বছর ২ মাস ধরে জেলবন্দি। তদন্ত শেষ করতে আরও ৪ মাস সময় লাগলে, তাঁর জেলবন্দি থাকার মেয়াদ বেড়ে দাঁড়াবে ২ বছর ৬ মাস। তারপর নিম্ন আদালতে বিচার শুরু হবে। বিচার শুরু হতে, এক বা দু বছর সময় লাগতে পারে। আর সর্বোচ্চ ৩ বছর সাজা দেওয়ার ক্ষমতা রয়েছে ম্যাজিস্ট্রেটের। কুণাল দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ সাজার মেয়াদের থেকে বেশি সময় জেলবন্দি থাকতে হবে। ফৌজদারি দণ্ডবিধির কোথাও এই সংস্থান নেই। সে কারণে অন্তর্বর্তী জামিন দেওয়া প্রয়োজন। সিবিআইয়ের কিছু বলার থাকলে, ২ নভেম্বর বলবে।
সারদাকাণ্ডে ২০১৩-র ২৩ নভেম্বর গ্রেফতার হন কুণাল ঘোষ। এরপর ২০১৩-র ১৪ ডিসেম্বর কাগজে-কলমে কুণাল ঘোষকে গ্রেফতার দেখায় টিটাগড় থানার পুলিশ। এরপর ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। অবশেষে কুণাল ঘোষের অন্তবর্তী জামিন মঞ্জুর করল হাইকোর্ট।
২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2016 04:55 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -