ফুটপাথবাসী মহিলারা জানাচ্ছেন, গালিগালাজ সহ্য করা তাঁদের রোজকার ঘটনা। কিন্তু খোলা আকাশের নীচে শুতে বাধ্য হওয়া কিশোরী, তরুণী থেকে বয়স্ক মহিলা- সকলেই যে কোনও মুহূর্তে হতে পারেন ধর্ষণের শিকার। গভীর রাতে নেশাগ্রস্তদের দৃষ্টি থেকে বাঁচতে তাই মেয়েদের মুখে তেল মাখিয়ে ঝুল কালি লাগিয়ে কুশ্রী করে দেন তাঁরা। যাতে কারও নজর না লাগে!
গত বছর অগাস্টে কলকাতার ফুটপাথ থেকে অপহৃত ১২ বছরের এক কিশোরীর চলন্ত গাড়িতে ধর্ষিত ও খুন হওয়ার খবর গোটা দেশে হেডলাইন হয়। এর আগে ২০১২-তে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, শহরে শহরে ১ লাখ গৃহহীনের জন্য একটি করে আশ্রয়স্থল তৈরি করতে হবে, যাতে তাঁদের এভাবে না হিংসার শিকার হতে হয়। কিন্তু শীর্ষ আদালতের এক প্যানেল বলছে, রাজ্য সরকারের অর্থের অভাব না থাকা সত্ত্বেও দেশের শহরগুলির ৯০ শতাংশ মানুষ এখনও আশ্রয়হীন।