কলকাতা: গত বছরই এক অনলাইন ক্যাব চালক তার সঙ্গীর সঙ্গে অপহরণ করে ফুটপাথবাসী এক কিশোরীকে। গণধর্ষণের পর গলা টিপে মেরে খালে ছুঁড়ে ফেলে দেহ। এ ধরনের ঘটনা থেকে বাঁচতে মরিয়া গৃহহীনরা এখন নিজেদের মেয়ের মুখে ঝুলকালি মাখিয়ে তাকে রাতে শুতে পাঠাচ্ছেন, যাতে না কোনও বিকৃতমনস্কের নজর পড়ে।
ফুটপাথবাসী মহিলারা জানাচ্ছেন, গালিগালাজ সহ্য করা তাঁদের রোজকার ঘটনা। কিন্তু খোলা আকাশের নীচে শুতে বাধ্য হওয়া কিশোরী, তরুণী থেকে বয়স্ক মহিলা- সকলেই যে কোনও মুহূর্তে হতে পারেন ধর্ষণের শিকার। গভীর রাতে নেশাগ্রস্তদের দৃষ্টি থেকে বাঁচতে তাই মেয়েদের মুখে তেল মাখিয়ে ঝুল কালি লাগিয়ে কুশ্রী করে দেন তাঁরা। যাতে কারও নজর না লাগে!
গত বছর অগাস্টে কলকাতার ফুটপাথ থেকে অপহৃত ১২ বছরের এক কিশোরীর চলন্ত গাড়িতে ধর্ষিত ও খুন হওয়ার খবর গোটা দেশে হেডলাইন হয়। এর আগে ২০১২-তে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, শহরে শহরে ১ লাখ গৃহহীনের জন্য একটি করে আশ্রয়স্থল তৈরি করতে হবে, যাতে তাঁদের এভাবে না হিংসার শিকার হতে হয়। কিন্তু শীর্ষ আদালতের এক প্যানেল বলছে, রাজ্য সরকারের অর্থের অভাব না থাকা সত্ত্বেও দেশের শহরগুলির ৯০ শতাংশ মানুষ এখনও আশ্রয়হীন।
যে কোনও মুহূর্তে ধর্ষিত হতে পারে মেয়ে, রাতে মুখে ঝুলকালি মাখিয়ে ঘুমোতে পাঠান কলকাতার পথবাসীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2017 11:05 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -