কলকাতা: কলকাতার বুকে চক্রের পর্দাফাঁস। রাসবিহারী অ্যাভিনিউয়ে ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। ৬ মহিলা-সহ গ্রেফতার ১১।
গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে গড়িয়াহাট এলাকার এক বহুতলে হানা দেয় লালবাজারের তদন্তকারী দল। গ্রেফতার করা হয় ১১ জনকে। যাঁদের মধ্যে ৬ জন মহিলা।
পুলিশ সূত্রে দাবি, বহুতলের তিন তলায় ম্যাসাজ পার্লারের নামে ঘরভাড়া নেওয়া হয়েছিল। সেখানেই চলত মধুচক্র।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৪ মাস ধরে চলছিল এই মধুচক্র। রাত বাড়লেই আসতেন অচেনা ছেলে-মেয়েরা।
চক্রে আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সম্প্রতি নিউটাউনে স্পায়ের আড়ালের মধুচক্রের অভিযোগ ওঠে। স্পা মালিক সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এবার রাসবিহারী অ্যাভিনিউয়ে মধুচক্রের পর্দাফাঁস।
রাসবিহারী অ্যাভিনিউয়ে ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্র, ৬ মহিলা সহ গ্রেফতার ১১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2017 06:53 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -