মেষ
কোনও দামি জিনিস আজ পাওনা হতে পারে। ব্যবসার দিক দিয়ে আজ শুভ ফল। বংশমর্যাদা রক্ষার চেষ্টা। উদাসীন ভাবের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে।
বৃষ
মনে অবসাদ আসতে পারে। ফাটকা ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। রক্তপাতের যোগ আছে, একটু সাবধান। কর্মস্থানে অপমানিত হতে পারেন।
মিথুন
আজ পুরনো কোনও রোগের উপশম হতে পারে। আয় বৃদ্ধির জন্য মনে আনন্দ। পুরনো কোনও পাওনা পেতে পারেন। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা।
কর্কট
হারিয়ে যাওয়া জিনিস পেতে পারেন। সংসারের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। শিল্পীদের জন্য সময় খুব ভাল। বুদ্ধি দিয়ে কাজ করবার জন্য চাকুরির স্থানে সুনাম। পেটের সমস্যা বৃদ্ধি।
সিংহ
আজ দূরে কোনও স্থানে যেতে পারেন। ব্যবসার জন্য কোনও নতুন কোনও স্থান পরিদর্শন। গুরুজনের জন্য চিন্তা বৃদ্ধি।
কন্যা
বাড়িতে কোনও সমস্যা হতে পারে। সামাজিক কাজের দিক দিয়ে শুভ ফল পাবেন। অর্থ লাভের দিক দিয়ে দিনটি খুব ভাল। কর্মস্থানে ফের বঞ্চনার মুখোমুখি হতে হবে।
তুলা
প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। বন্ধু বিচ্ছেদ নিয়ে চিন্তা। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। আইনি ব্যবস্থা ভাল হতে পারে।
বৃশ্চিক
বাড়ির কোনও কাজে অনেক সময় ব্যয়। উচ্চব্যক্তির কাছে থেকে কোনও উপকার। কোনও সম্পদ নষ্ট হবার জন্য মন খারাপ। অর্থব্যবস্থা ভাল। আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে।
ধনু
বাড়িতে বা বাইরে কোনও শিশুর জন্য খরচ বৃদ্ধি। ভাল সুযোগ আজ আসতে পারে। সংসারে অশান্তির জন্য চাপ বড়তে পারে। গুরুজনের শরীর খারাপের জন্য কাজে বাধা।
মকর
আজ কোনও গুরুর কাছে দীক্ষাপ্রাপ্তি হতে পারে। অপর কোনও ব্যক্তির জন্য বাড়িতে অশান্তি। সম্পত্তির জন্য কোনও অশান্তি হতে পারে। ঘরে-বাইরে কোনও চাপ বাড়তে পারে।
কুম্ভ
মনের শান্তি আসবে। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে। স্বামী-স্ত্রী কোনও কাজ সফল হতে পারে। প্রেমে আঘাতের সম্ভবনা। ভাই-বোনে সম্পর্কের উন্নতি।
মীন
অতি ব্যয়ের কারণে বাড়িতে অশান্তি। মহিলা নিয়ে কোনও বিবাদ। চোখের কোণও অংশে যন্ত্রণা। সন্তান নিয়ে কোনও বিবাদ। গবেষণায় সাফল্য আসতে পারে।