করোনা আবহে এবার ডেঙ্গিতে মৃত্যু হাওড়ার শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2020 08:39 PM (IST)
করোনা আবহে এবার ডেঙ্গিতে শিশুমৃত্যু। আজ সকালে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে হাওড়ার বাসিন্দা তিন মাসের ওই শিশুর মৃত্যু হয়। ৮ দিন আগে তিন মাসের ওই শিশুটিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কলকাতা: করোনা আবহে এবার ডেঙ্গিতে শিশুমৃত্যু। আজ সকালে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে হাওড়ার বাসিন্দা তিন মাসের ওই শিশুর মৃত্যু হয়। ৮ দিন আগে তিন মাসের ওই শিশুটিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, প্লেটলেট নেমে গিয়েছিল ৩০ হাজারে। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। দু’দফায় শিশুটিকে ভেন্টিলেটরে রাখা হয়। ৬ ইউনিট প্লেটলেট দিতে হয়। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। প্রথম দফায় তিনদিন ভেন্টিলেটরে ছিল। আবার শনিবার ভেন্টিলেটরে দিতে হয়। মারাত্মক ক্ষতি হয় লিভারের। আজ সকালে মৃত্যু হয় তার।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -