কলকাতা: মাকড়শার জাল থেকে উৎপন্ন বিদ্যুৎ-চালিত স্মার্ট ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে তাক লাগিয়ে দিলেন আইআইটি খড়্গপুর ও দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। ব্যাটারির বদলে ওই ডিভাইস মাকড়শার জাল থেকেই শক্তি উৎপন্ন করে।


খবরে প্রকাশ, গবেষণা অংশ নিয়েছেন আইআইটি খড়্গপুর এবং দক্ষিণ কোরিয়ার পসটেক-এর বিজ্ঞানীরা। ওই গবেষণাকে আর্থিক সাহায্য দিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতর এবং কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন।


এদিন আইআইটি খড়্গপুরের তরফে জানানো হয়েছে, প্রফেসর বি বি খাটুয়ার নেতত্বে ওই গবেষণা হয়েছে। তাতে অংশ নেন তাঁর ছাত্র আইআইটি খড়্গপুরের সুমন্ত কুমার কর্ণ। ছিলেন প্রফেসর জিন কন কিম এবং সন্দীপ মাইতি।


খাটুয়া জানান, বিভিন্ন বায়োমেডিক্যাল পদ্ধতি ও ডিভাইসে নিরবীচ্ছিন্ন বিদ্যুতের সংযোগ প্রয়োজন হয়। নতুন ডিভাইসটি নিজে থেকে মাকড়শার জাল থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। ফলত, সাধারণ ব্যাটারির বিকল্প হিসেবে তা কার্যকর হবে।


নতুন ওই মেডিক্যাল ডিভাইসটি মূলত ক্ষুদ্রাণুক্ষুদ্র ফিজিওলজিক্যাল সিগনাল (আর্টারিয়াল পালস রেসপন্স) পর্যবেক্ষণ করতে পারে। এর আগে, মাকড়শার জালের তড়িৎ উৎপন্ন করার ক্ষমতা নিয়ে গবেষণা চালায় আরেক দল বিজ্ঞানী।


সম্প্রতি, ন্যানো এনার্জি নামে জার্নালে এই গবেষণার বিষয়টি প্রকাশিত হয়েছে।