কলকাতা: রামনবমী উপলক্ষ্যে আরএসএস ও তার শাখা সংগঠনের মিছিলে অস্ত্র প্রদর্শন। যার বিরুদ্ধে তৃণমূলের মতোই একযোগে সরব সিপিএম এবং কংগ্রেসও।
এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, 'পশ্চিমবঙ্গ এর সঙ্গে পরিচিত ছিল না। সাম্প্রদায়িকতার বিষ গেলানো হচ্ছে এখানেও'।
বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর দাবি, 'আমরা দুর্গাপুজো করি। আমরা কালীপুজো করি। বিজেপি পুজো করে না'।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘুরিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে বিজেপি।
পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র দাবি, 'মমতা রামের পুজো করলে খুশিই হব। ওনাকে তো সবসময় নমাজ পড়তে দেখি। ভোটব্যাঙ্কের জন্য তুষ্টির রাজনীতি করেন'।
পাল্টা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে সরব তৃণমূল।
যদিও, তৃণমূল-বাম ও কংগ্রেসের সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিজেপি। আপাতত ধর্মীয় মেরুকরণের অভিযোগ ঘিরেই উত্তাল রাজ্য রাজ্যনীতি।
রামনবমী উপলক্ষ্যে আরএসএস-এর মিছিলে অস্ত্র প্রদর্শন, তৃণমূল-সিপিএম-কংগ্রেস-এর জোটবদ্ধ আক্রমণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2017 07:24 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -