কলকাতা: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তাপমাত্রার তারতম্যে জেরবার সাধারণ মানুষ। উত্তরবঙ্গে চলছে টানা বৃষ্টি। এদিকে পশ্চিমাঞ্চলে তীব্র গরম। পাশাপাশি জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ না থাকলেও অনেক জায়গাতেই তাপমাত্রা ৪০-এর উপরে রয়েছে। ফলে তীব্র গরম বজায় থাকবে আগামী কয়েকদিন। অন্যদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দক্ষিণবঙ্গে দিন-রাতের তাপমাত্রার ফারাক কম থাকবে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দফতর সূত্রে খবর। নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হলে বৃষ্টি হতে পারে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জলীয় বাষ্পের প্রভাবে গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, বাড়ছে কালবৈশাখীর সম্ভাবনা, উত্তরে টানা বৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2017 08:45 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -