ভাঙা কাউন্টারের কাঁচ, এটিএমের মধ্যেই উদ্ধার রক্তাক্ত যুবক,ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 10:35 PM (IST)
বুধবার দুপুরে ঘটনাটি ঘটে প্রগতি ময়দান থানা এলাকার, ক্যানাল সাউথ রোডে
আবির দত্ত, কলকাতা: এটিএমের মধ্যেই রক্তাক্ত যুবক!ভাঙা অবস্থায় পড়ে এটিএম কাউন্টারের কাচ!বুধবার দুপুরে ঘটনাটি ঘটে প্রগতি ময়দান থানা এলাকার, ক্যানাল সাউথ রোডে। পুলিশের তরফে জানানো হয়েছে, জখম যুবকের নাম মহম্মদ জাফর আলি। পেশায় নিরাপত্তারক্ষী।বাড়ি বেলেঘাটায়।পুলিশই তাঁকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে দাবি, মত্ত ছিলেন জখম যুবক।তিনিই এটিএমে ভাঙচুর চালান।কিন্তু কেন এমনটা করলেন যুবক?জানার চেষ্টা করছে পুলিশ। দেখা হচ্ছে এটিএমের সিসি ক্যামেরার ফুটেজ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -