কলকাতা: এবার কি বন্ধ হতে চলেছে শতাব্দী প্রাচীন বেঙ্গল কেমিক্যালস? দীর্ঘদিন রুগ্ন এই সংস্থাকে বন্ধ করার প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে চিঠিও এসে পৌঁছেছে। সেই চিঠিতে বলা হয়েছে আর্থিক লোকসানের বোঝা বৃদ্ধি পাওয়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবের বিরোধিতা করেছে সিটু ও বিজেপি।
১১৫ বছরের ঐতিহ্য। সঙ্গে জড়িয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতি!! ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন সেই বেঙ্গল কেমিক্যালসের দরজাই কি চিরতরে বন্ধ হতে চলেছে? সংস্থাকে পাঠানো কেন্দ্রীয় সরকারের একটি চিঠি ঘিরে তৈরি হল এই আশঙ্কা।
ব্যবসা-বিমুখ বাঙালি! বিশ্ববাসীর এই প্রাচীন ধারনাকে ভুল প্রমাণ করতে বেঙ্গল কেমিক্যালসের জন্ম। পথ চলা শুরু ১৯০১ সালে। বহু বছর ধরে বাঙালির ব্যবসায়িক আইকন হয়ে থেকেছে বেঙ্গল কেমিক্যালস। সেই কারখানার ভবিষ্যতই এবার অন্ধকারের মুখে!! সার ও রসায়ন মন্ত্রকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে লোকসানে চলছে বেঙ্গল কেমিক্যালস। রুগ্ন এই সংস্থা এবার বন্ধ করে দেওয়া হোক।
বেঙ্গল কেমিক্যালস সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণের কাজ।
এই পরিস্থিতিতে কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কর্মচারীরা। কেন্দ্রের চিঠির কথা জানতে পেরে সরব সংস্থার শ্রমিক সংগঠনগুলিও। কেন্দ্রের সিদ্ধান্ত হলেও বাঙালির মর্যাদার কথা ভেবে বিরোধিতায় সামিল বিজেপি।
১৯০১-এ ৯১ নম্বর সার্কুলার রোডে ৭০০ টাকা পুঁজিতে শুরু হয় বেঙ্গল কেমিক্যালসের পথ চলা। ধীরে ধীরে সংস্থার ন্যাপথলিন ও ফিনাইলের সুনাম ছড়ায় সর্বত্র। ষাটের দশক থেকে সুদিন শেষ হয়ে আসে সংস্থার। ১৯৭৭ সালে বেঙ্গল কেমিক্যালস অধিগ্রহণ করে কেন্দ্র। কিন্তু তারপরও সংকট কাটেনি। কেন্দ্রের চিঠিতে এই সঙ্কট আরও ঘনীভূত।
বন্ধ হচ্ছে বেঙ্গল কেমিক্যালস? প্রস্তাব দিয়ে কেন্দ্রের চিঠি
Web Desk, ABP Ananda
Updated at:
20 Aug 2016 04:32 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -