এক্সপ্লোর
Advertisement
যাদবপুর কাণ্ডে প্রশ্নের মুখে প্রাক্তনী সংসদের ভূমিকা, তলব উপাচার্যের
কলকাতা: যাদবপুরকাণ্ডে মঙ্গলবার প্রাক্তনী সংসদের প্রতিনিধিদের তলব করেছেন উপাচার্য সুরঞ্জন দাস। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উপাচার্যর নির্দেশে চিঠি পাঠিয়েছেন রেজিস্ট্রার। সিনেমা প্রদর্শন নিয়ে বিতর্কের আবহে প্রাক্তনী সংসদের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠছে নানা মহলে।
এবিভিপিকে অডিটোরিয়ামে সিনেমা দেখানোর অনুমতি দিল কেন প্রাক্তনী ছাত্র সংসদ বা অ্যালুমনি অ্যাসোসিয়েশন? আর দিলে শেষমুহূর্তে তা তড়িঘড়ি বাতিল করা হল কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে ‘বুদ্ধা ইন এ ট্রাফিক জ্যাম’ ছবিটি দেখানোর অনুমতি দিয়েছিল প্রাক্তনী সংসদ। কিন্তু, শেষমুহূর্তে ছবি দেখানোর অনুমতি বাতিল করা হয়।
এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসের মাঠে ছবিটি দেখানো শুরু করে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। অনেকে বলছেন, এই অনুমতি দেওয়া এবং বাতিল করার মধ্যেই সমস্যার বীজ লুকিয়ে রয়েছে। সূত্রের খবর, কর্তৃপক্ষের নির্দেশেই, অনুমতি দিয়েও পরে তা বাতিল করে প্রাক্তনী সংসদ। যদিও, তারা এখন প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না।
শনিবারও সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে প্রাক্তনী সংসদ কার্যত মুখ লুকোয়। এই প্রেক্ষিতে প্রাক্তনী সংসদের ভূমিকা খতিয়ে দেখার আর্জি জানিয়ে, সোমবার উপাচার্যর কাছে স্মারকলিপি দিয়েছে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা।
প্রাক্তনী সংসদের পাশাপাশি এবিভিপির দিকেও অনেকে আঙুল তুলতে ছাড়ছে না। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহ ব্যবহারের অনুমতি দেয় প্রাক্তনী সংসদ। কিন্তু, যাদবপুরের ক্যাম্পাসের মাঠে সিনেমা দেখাতে গেলে তো কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এবিভিপি তা না নিয়ে কীভাবে সিনেমা প্রদর্শনের আয়োজন করল? এটাও তো পুরোপুরি বেআইনি। তাহলে কি তাদের উদ্দেশ্যই ছিল গন্ডগোল পাকানো? প্রশ্ন শিক্ষামহলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement