কলকাতা: ঋতুপর্ণা সেনগুপ্তর বাপের বাড়িতে চুরি। অভিযোগ, আলমারি থেকে উধাও প্রায় ৯ লক্ষ টাকার গয়না। তদন্তে লালবাজারের গোয়েন্দারা।
আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ! মঙ্গলবার সাত সকালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা আলমারি খুলে দেখেন, লকার থেকে উধাও প্রায় ৯ লক্ষ টাকার গয়না! অথচ লকারে একটা আঁচড় পর্যন্ত পড়েনি। খবর পেয়েই মায়ের বাড়িতে ছুটে আসেন অভিনেত্রী।
রবিনসন স্ট্রিটের এই আবাসনেই থাকেন ঋতুপর্ণার মা। তিনি জানান, মঙ্গলবার গয়না চুরির কথা জানতে পেরে খবর দেন মেয়েকে। ঋতুপর্ণার ফোন পেয়ে ঘটনাস্থলে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিশ ও লালবাজারের তদন্তকারীরা।
ঘটনায় পরিচিত কেউ জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। যদিও, বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করা ৩ পরিচারকের বিরুদ্ধে কোনও অভিযোগ করতে নারাজ ঋতুপর্ণা।
অভিযোগ, কয়েক মাস আগেই অভিনেত্রীর লেক গার্ডেন্সের শ্বশুরবাড়ি থেকে একই কায়দায় গয়না চুরি যায়। এবার তাঁর মায়ের বাড়ি থেকে প্রায় ৯ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ।